নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পীরগঞ্জ তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল লিখেছেন, রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। এরপর ২০১৯ সালে তাকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়।
উল্লেখ্য, সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্ম ১৯৭১ সালে। তিনি একজন বাংলাদেশি আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।



















