রাজনীতি ২৫ নভেম্বর, ২০২০ ০৯:২৪

যে উপজেলায় ছাত্রলীগের কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঠিকাদারী ব্যবসা, চাঁদাবাজি, মাদক সেবন ও অনুপ্রবেশের অভিযোগে ওই কমিটি স্থগিত করেছে করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি অবগত করা হয়। 

জানা গেছে, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ কমিটির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করতে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।