রাজনীতি ১৪ নভেম্বর, ২০২০ ০২:৫৪

যুবলীগের কমিটিতে সাইফুর রাহমান সোহাগের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের সদ্য ঘোষিত কমিটিতে চমক সৃষ্টি করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

নিজে সাংগঠনিক সম্পাদক হয়েছেন। পাশাপাশি ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সময়ে তার ঘনিষ্ঠ একনিষ্ট ছয় জন কর্মী যুবলীগের কেন্দীয় কমিটিতে স্থান পেয়েছেন।

তারা হলেন, কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, শেখ জসীম উদ্দিন, জাহাঙ্গীর আলম। এই চার জন যুবলীগের কেন্দ্রীয় মির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

a

সাইফুর রহমান সোহাগের আরেক ঘনিষ্ঠ কর্মী ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা যুবলীগ কমিটিতে উপ দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন।

যুবলীগের এই কমিটিতে ছাত্রলীগের কোন সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ পদ না পেলেও সাইফুর রহমান সোহাগ ৩নং সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার ঘনিষ্ট কর্মীরও গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।ধারণা করা হচ্ছে এবারের যুবলীগের কমিটিতে বেশ আধিপত্য নিয়ে রাজনীত করবেন সাইফুর রহমান সোহাগ।

উল্লেখ্য আজ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা