রাজনীতি ১৪ নভেম্বর, ২০২০ ১২:৫৪

যুবলীগের কমিটিতে বিতর্কিত নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর-৪ আসনের বিতর্কিত স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন।

আজ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন। এর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে।