রাজনীতি ১০ নভেম্বর, ২০২০ ০৭:৫১

"খালেদা জিয়া নূর হোসেনদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন"

নিজস্ব প্রতিবেদক

নূর হোসেন, রাউফুন বসুনিয়ারা রক্ত দিয়ে স্বৈরাচার এরশাদকে উৎখাত করেছিলেন। তাদের রক্তের ওপর পা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসলেও তিনি তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

এ আন্দোলনে নিহতদের প্রতি খালেদা জিয়া এবং তার দলের দায়বদ্ধতা থাকলেও তারা কারো পরিবারের কোনো খোঁজ রাখেননি। তাদের পাশে ছিলেন শুধুমাত্র শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জনতার প্রত্যাশা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মাদ মোহাম্মাদ মান্নাফি।

এনামুল হক শামীম বলেন, খালেদা জিয়ার দুইবারের শাসনামল আমরা ভুলে যায়নি। বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে তার সরকার। সেখান থেকে শেখ হাসিনা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।

তিনি বলেন, আজকে বিএনপির নেতাকর্মীরা বিচার বিভাগ নিয়ে কথা বলেন। অথচ তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার যেন না হয়, তার জন্য ইনডেনমেন্ট আইন পাস করেছিলেন। খুনীদের বড় বড় পদে পুর্নবাসন করে পুরস্কৃত করেছিলেন।

জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নূর হোসেনের বড় ভাই আলী হোসেন, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস-চেয়ারম্যান আকরাম হোসাইন প্রমুখ।