ডেস্ক রিপোর্ট ।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, প্লট পাওয়া আমার অধিকার। এতে অনৈতিক কিছু দেখছি না।
সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রবিবার রুমিন ফারহানা এ কথা বলেন।
আরো পড়ুন: তথ্য লুকিয়ে প্লট চেয়েছেন বিএনপির সাংসদ রুমিন
একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় দুই মাসের মধ্যে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদনে ১০ কাঠার একটি প্লট চেয়েছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা। আবেদনে তিনি বলেছেন, ঢাকায় তার কোনো জমি বা ফ্ল্যাট নেই। ওকালতির বাইরে তার কোনো পেশা বা ব্যবসা নেই। সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও উল্লেখ করেছেন বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের এই সাংসদ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, প্লট চেয়ে সাংসদ রুমিন ফারহানার একটি আবেদন তিনি পেয়েছেন। আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, রুমিন ফারহানা গত ৯ জুন সাংসদ হিসেবে শপথ নেন। আর প্লটের জন্য আবেদন করেন ৩ আগস্ট।
আরো পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন
এদিকে, রুমিন ফারহানার প্লট চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। সংসদকে ‘অবৈধ’ বলে আসা এবং বর্তমান সরকারের তীব্র সমালোচক হিসেবে রুমিন ফারহানা পরিচিত।
এ প্রসঙ্গে রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমপি হিসেবে আমি এটা পেতে পারি। এটা আমার অধিকার। এতে অনৈতিক কিছু দেখছি না। নিয়ম মেনেই আমি আবেদন করেছি’।






















