ডেস্ক রিপোর্ট
প্রায় ছয় বছর পর কেন্দ্র ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিকে বিতর্কিত, অবাঞ্ছিত ও পকেট কমিটি উল্লেখ করে আগামীকাল বুধবার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কক্সবাজার ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার রাতে শহরে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা ছাত্রলীগের পক্ষে সদ্য সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এ হরতাল আহ্বান করেন।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মারুফ ইবনে হোসাইন বলেন, 'হরতাল স্বতঃস্ফূর্তভাবে সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি। জনদুর্ভোগ আমরা চাইনি। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। এই সংগঠনে অনিয়ম অনুপ্রবেশ করলে ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্বশূন্য হয়ে পড়বে।'
এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ৬ বছরের মাথায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন এই কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কিন্তু জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ জানিয়ে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিমও একই কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, 'কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতির কথা জানিয়ে আকস্মিক আমাদের অজান্তে এই কমিটি দিয়েছে। তাই জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে হরতালের ডাক দিয়েছে।'
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সর্বশেষ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।



















