জাতীয় ৭ অক্টোবর, ২০২০ ০৫:১২

নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তার আরও ২

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সোহাগ নুর হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন উল্লেখ্য, ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেপ্তা করা হয়েছে।

এসপি আলমগীর হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনায় অন্য আসামিদেরকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে

প্রসঙ্গত, নির্যাতিতা নারী গত অক্টোবর রাত ১টায় বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে জনের বিরূদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন