নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নুর হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসপি আলমগীর হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদেরকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, নির্যাতিতা নারী গত ৫ অক্টোবর রাত ১টায় বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।



















