ডেস্ক রিপোর্ট।।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে তিনি এই জিডি করেন।
সাধারণ ডায়েরিতে এরিক এরশাদ অভিযোগ করেন যে তার চাচা (জিএম কাদের) ও তার অনুগতরা তাকে বিভিন্নভাবে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। যার ফলশ্রুতিতে তিনি গত ১৪/১১/২০১৯ ইং তারিখে তার মা বিদিশা এরশাদকে প্রেসিডেন্ট পার্কে আসতে বলেন। তিনি যেহেতু প্রাপ্ত বয়স্ক। তাই তিনি তার মায়ের সাথেই প্রেসিডেন্ট পার্কে বসবাসের বিষয়টি থানাকে অবগত করেন এবং চাচার হাত থেকে নিজের ও মায়ের নিরাপত্তা দানের জন্য থানা কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদ গত ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরশাদ দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বিদিশাকে। পরে তাদের বিচ্ছেদ হয়। বিদিশা ও এরশাদের একমাত্র ছেলে এরিক।
নিজের আত্মজীবনীতে এরশাদ জানিয়েছেন, এরিক ছাড়াও জেবিন, সাদ ও আলম নামে তার আরও তিন সন্তান রয়েছে।























