ডেস্ক রিপোর্ট।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও নিরাপত্তা ছাড়া কোন দেশ উন্নয়ন করতে পারে না। জলবায়ু পরিবর্তনে কোন ভূমিকা না থাকলেও এর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।
আজ (সোমবার) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টোলে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘ভৌগলিক কারনে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর। আর্থ সামাজিক উন্নয়নে আঞ্চলিক সৌহার্দ বজায় রাখতে হবে। দারিদ্র্য এই অঞ্চলের প্রধান শত্রু। দারিদ্র্য বিমোচনে এই অঞ্চলের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা এই অঞ্চলের জন্য নিরাপত্তার হুমকি। আঞ্চলিক পর্যায়ে স্থিতিশীলতা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।’
সমুদ্র অর্থনীতির যথাযথ ব্যবহারে সবাইকে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় নিরাপত্তা ঝুঁকি কমাতে সবাইকে একহয়ে কাজ করার আহ্বান সরকার প্রধানের।
সমুদ্র দূষণ বন্ধে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগীতা ও অংশিদারিত্ব জোরদারেরও আহ্বান জানান শেখ হাসিনা।






















