জাতীয় ৭ আগস্ট, ২০১৯ ০২:৫৬

কে হচ্ছেন নতুন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক ।। 

আগামী ১২ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকুরির মেয়াদ শেষ হচ্ছে। ঈদের ছুটির কারণে বৃহষ্পতিবারই তিনি শেষ অফিস করবেন।

আছাদুজ্জামান মিয়া দীর্ঘ ১৬৮০ দিন ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন । ঢাকা মেট্রোপলিটনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় কমিশনারের দায়িত্ব পালন করেন। হলি আর্টিজানের জঙ্গি হামলার পর ঢাকার ভেতরে জঙ্গি দমনে গুরুত্বপুর্ণ অবদান রাখেন তিনি।

ডিএমপির সর্বোচ্চ এই পদটি পাওয়ার জন্য অনেকেই মুখিয়ে আছেন। কেউ কেউ ইতোমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জোর তদবির শুরু করেছেন।

সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে, পদপ্রত্যাশীদের মধ্যে কে পেতে যাচ্ছেন এই সোনার হরিণের নাগাল। সবার নজর এখন কে হচ্ছেন নতুন ডিএমপি কমিশনার।

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই নতুন ঢাকা মহানগর পুলিশ কমিশারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পুলিশ সদর দপ্তরের এ্যাডিশনাল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সিআইডির প্রধান শফিকুল ইসলাম, এসবির প্রধান শহীদুল ইসলাম ও চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ইকবাল বাহার, কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান ডিআইজি মনিরুল ইসলাম নতুন ডিএমপি কমিশনারের তালিকায় আছেন।  

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের অতীব একটি গুরুত্বপূর্ণ পদ ডিএমপি কমিশনার। পদ প্রত্যাশীরা চেষ্টা করবেন এটাও স্বাভাবিক। সার্বিক ক্যারিয়ার, কর্মদক্ষতা, গ্রহণযোগ্যতা ও আস্থা বিবেচনায় সরকার প্রধান এই পদটিতে সিনিয়র-জুনিয়র নির্বিশেষে যে কাউকে নিয়োগ দিতে পারেন।  

সুতরাং বর্তমান কমিশনার আছাদুজ্জামান মিয়া অবসরে যাওয়ার পূর্ব মুহূর্তে  সরকার প্রধান এই পদটির জন্য যাকে যোগ্য মনে করবেন তাকেই নিয়োগ দেবেন।