জেলা প্রতিনিধি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে। এটা দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণ আছে, ১৩ ডিসেম্বর থেকে ডেভিল হান্ট ফেইজ টু শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আনসার বাহিনীকে বলব কোনো ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ গত নির্বাচনগুলোতে এটিই বড় চ্যালেঞ্জ ছিল।
প্রশাসনকে উদ্দেশ্য করে ইসি আরও বলেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে। যেন কেউ (সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে করে।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতমুক্ত করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার, মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বঙ্গাব্দ, ৩১ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার
ইসি সানাউল্লাহ
এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার কারণ
আরো খবর
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’
৩১ জানুয়ারি, ২০২৬
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
৩১ জানুয়ারি, ২০২৬
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
৩০ জানুয়ারি, ২০২৬
উত্তরায় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে ছাই
২৯ জানুয়ারি, ২০২৬
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : ব্রেন্ট ক্রিস্টেনসেন
২৯ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে
২৮ জানুয়ারি, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)














