জাতীয় ২৬ জানুয়ারি, ২০২৬ ০৯:২৭

‘মা তোমাদের আর কষ্ট দেবো না' আমার মেয়েটাকে তোমরা দেখে রেখো’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়ে নাজমীন (২০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজনীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে ছিল।

কান্নাজড়িত কণ্ঠে নাজমীনের মা পারভিন বলেন, গত দুই মাস আগে আমার মেয়ে কিডনি রোগে আক্রান্ত হয়। পরে তাকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম। এরপর গত রোববার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছি। আমার মেয়ের স্বামী রায়হানের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার পক্ষে চিকিৎসাসেবার খরচ বহন করাও সম্ভব হচ্ছিল না। আজ সন্ধ্যার দিকে আমাকে বলে ‘মা তোমাদের আর কষ্ট দেবো না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো।’ এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে আমার মেয়ে আট তলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। এতে আমার মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও বলেন, আমার মেয়ে অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আর্থিক অবস্থা ভালো থাকলে হয়তো তাকে দীর্ঘদিন চিকিৎসা করানো যেত। কিন্তু সে যে এমন একটি কাজ করবে বিষয়টি আমরা বুঝতেই পারিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছিল।