জাতীয় ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৯

সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৭টায় সরেজমিনে দেখা যায়, ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে পূর্বাচলে সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে।


জানা যায়, গতকাল রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা। কেউ এসেছেন চট্টগ্রাম থেকে আবার কেউবা পঞ্চগড়।


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের জোয়ার। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচনা হবে নতুন অধ্যায়ের। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি। একইসঙ্গে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথাও বলছেন তারা।

 নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন মাত্রা। সব ষড়যন্ত্র ভেঙে তারেকের নেতৃত্বেই বাংলাদেশের রাজনীতি সাজবে নতুন করে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়।

নোয়াখালী থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা শাহাদাত হোসেন নামের ছাত্রদলের একজন কর্মী বলেন, ‘আমি কখনও তারেক রহমানকে সরাসরি দেখিনি। অথচ হাসিনার আমলে তার কথায় উজ্জীবিত হয়ে কতশত আন্দোলন করেছি। আজ সেই বহুল প্রতীক্ষিত ক্ষণ এসেছে। আমাদের রাজনীতি এখন আগের চেয়ে চাঙ্গা হয়ে উঠবে।’

চট্টগ্রামের হালিশহর থেকে আসা হাবিবুর রহমান নামের আরেক ছাত্রদল কর্মী বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য রাতেই এখানে মানুষের ঢল নেমেছে। জানি না দুপুরের আগে কী পরিমাণ লোক হয়! তারেক রহমানের প্রতি মানুষের যে আগ্রহ তা মানুষের ঢল দেখলেই অনুমান করা যায়।’

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা। তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।