নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ থানার ভাউচার এলাকায় মো. নাজমুল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার ভোররাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নাজমুল বরগুনা সদর থানার আবুল বাশারের ছেলে। বর্তমানে হাজারীবাগ থানার ভাউচার এলাকার লাইভ কেয়ার হাসপাতালের পেছনে জাহাঙ্গীরের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
নাজমুলের বাবা আবুল বাশার বলেন, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে সবার অগোচরে সে বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, আমার ছেলে আর বাঁচে নেই।
তিনি বলেন, কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে- তা এখনও বুঝতে পারছি না। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে।



















