নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।
আজ (বুধবার) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাজধানীতে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাস তিনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে রাত ১১টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলেন এনসিপি নেতাকর্মীরা। গণপিটুনি দিয়ে পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। ককটেল বিস্ফোরণে এনসিপির এক সদস্যসহ তিনজন আহত হন।
সোমবার ভোর ৪টায় মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে ককটেল ছুড়ে পালিয়ে যান দুজন ব্যক্তি। সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা। এতে হতাহত হননি কেউ।
একটি মোটরসাইকেলে দুজন এসে ফরিদা আক্তারের প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী একই কায়দায় মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এর আগে ভোর ৫টায় গুলশানের শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর পরিবহনের একটি বাসে ও সকাল সাড়ে ৬টায় মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এরপর গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাতে গাজীপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়।
- বঙ্গাব্দ, ৩১ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার
আরো খবর
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
৩১ জানুয়ারি, ২০২৬
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’
৩১ জানুয়ারি, ২০২৬
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
৩১ জানুয়ারি, ২০২৬
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
৩০ জানুয়ারি, ২০২৬
উত্তরায় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে ছাই
২৯ জানুয়ারি, ২০২৬
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : ব্রেন্ট ক্রিস্টেনসেন
২৯ জানুয়ারি, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)













