নিজস্ব প্রতিবেদক
গৃহকর্মীদের অধিকার রক্ষায় স্বতন্ত্র ন্যায়পাল নিয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক। তিনি বলেছেন, গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ ও অধিকার সুরক্ষায় কার্যকর আইনি কাঠামো না থাকায় তারা আজও প্রান্তিক ও অবহেলিত শ্রেণিতে রয়ে গেছে। জীবনযাপনের ব্যয় বিবেচনা করে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা জরুরি। পাশাপাশি তাদের নিবন্ধন ব্যবস্থা চালু হলে তা সামাজিক স্বীকৃতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
গতকাল শনিবার এফডিসিতে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে ‘আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গিই গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে’ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে নেটস বাংলাদেশ ও এডুকেশন আউট লাউড।
ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে শিরীন পারভিন হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে গৃহকর্মীদের অধিকার নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকা প্রয়োজন ছিল। গৃহকর্মীদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।
তিনি বলেন, সমাজে এখনও অনেকেই গৃহকর্মীদের ‘বুয়া’ বলে অমর্যাদাকরভাবে সম্বোধন করেন, যা পরিহার করা জরুরি। গৃহকর্মীরাও এই সমাজের কর্মজীবী শ্রেণির অংশ, তাই তাদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন সামাজিক দায়িত্বের অংশ হওয়া উচিত।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদ প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিক দল। বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ড. এস. এম. মোর্শেদ, কবি জাহানারা পারভীন এবং সাংবাদিক মো. আল-আমিন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।





















