নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর গভর্নিং বডি, ট্রাস্ট কর্তৃক পরিচালিত গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি পদে এবার থেকে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইনজীবীরাও মনোনীত হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি গত ১৫ মে জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর গভর্নিং বডি, ট্রাস্ট কর্তৃক পরিচালিত গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইনজীবীগণ মনোনীত হতে পারবেন।
প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব মাদরাসার অধ্যক্ষ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মাদরাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরেও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদে সাধারণত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা শিক্ষাবিদদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হতো। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে পেশাজীবীদের অভিজ্ঞতা ও জ্ঞান মাদরাসা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা।
অন্যদিকে এর আগে বেসরকারি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি এবং গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৬ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আলিম ও সমমানের মাদরাসার সভাপতি পদপ্রার্থীর জন্য কামিল অথবা স্নাতকোত্তর এবং দাখিল ও সমমানের মাদরাসার সভাপতির জন্য ফাজিল অথবা স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম বাস্তবায়নের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড গত ২৮ এপ্রিল একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করে।






















