জাতীয় ৩ আগস্ট, ২০১৯ ০৯:২২

"ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে যায়নি"

ডেস্ক রিপোর্ট ।। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটসহ তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের দেড়শ থেকে দুইশ বেড প্রস্তুত রাখা হয়েছে। দরকার হলে সেখানেও রোগী শিফট করা হবে।' ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। 

জাহিদ মালেক বলেন, ‘বিভিন্ন জেলায় ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে। তারা জেলা পর্যায়ের চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিদেশের তুলনায় ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। নির্দেশ দিয়েছেন সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য।’

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি বলা যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিকে মহামারি বলা যাবে না। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ এ সময় ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক আরও বলেন, ‘হাজার হাজার রোগী হাসপাতালে আসছেন। তারা পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের চাপ দিচ্ছেন; যাদের অধিকাংশের পরীক্ষা না করালেও চলে। পরীক্ষা যাদের করা হচ্ছে, তাদের শতকরা ৫-১০ শতাংশ ডেঙ্গু শনাক্ত হচ্ছে।’