জাতীয় ৩১ মে, ২০২৪ ১২:১৩

ওষুধের দাম বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো ক্রমেই বাড়ছে অতি প্রয়োজনীয় ওষুধের দাম। প্রকারভেদে দাম বেড়েছে দুই থেকে তিন গুণ। তবে ঔষধ শিল্প সমিতির দাবি, ডলারের মূল্য বৃদ্ধিতে বেড়েছে গ্যাস-বিদ্যুতের দাম। এতে উৎপাদন খরচ অন্তত ৩৫ শতাংশ বাড়লেও বাজারে ওষুধের দাম মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন করে উৎপাদন খরচ বাড়লে দাম আরও বাড়ানো ছাড়া কোনো উপায় দেখছেন না তারা।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ‘চ্যালেঞ্জের মুখে ঔষধ শিল্প’ শীর্ষক সংবাদ সম্মেলন করে ঔষধ শিল্প সমিতি। এ সময় ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এই শিল্প খাতের বর্তমান অবস্থা তুলে ধরে নানা সংকট ও উত্তোরণের কথা বলেন।

আব্দুল মুক্তাদির বলেন, ডলার সংকটে গোটা ওষুধের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এ খাতে বছরে রপ্তানি আয় তিন বিলিয়ন ডলার হলেও এখন তার থেকে অনেক নিচে নেমে গেছে। 

তিনি বলেন, কর্মীদের বেতন ৭০ থেকে ১০০ ভাগ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া আগে ব্যাংক ঋণ ৭ শতাংশ সুদে পেলেও এখন বেড়ে ১৪ শতাংশ পর্যন্ত হয়েছে। ফলে আমাদের প্রতিষ্ঠানগুলো এমন পর্যায়ে নেমে এসেছে যে, এখন বলার মতো অবস্থায় নেই। কিন্তু ওষুধের দাম সেভাবে বাড়ানোর দরকার হলেও মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কায় বাড়ানো হচ্ছে না।

আব্দুল মুক্তাদির বলেন, সামনে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ হিসেবে উত্তীর্ণ হবে তখন ওষুধে মেধাস্বত্বের সুবিধা থাকবে না। ফলে কিছু ওষুধ ৪০ শতাংশ কর দিয়ে উৎপাদনের অনুমতির প্রয়োজন পড়বে। সে ক্ষেত্রে বাজারে ওষুধের দাম আরও বেড়ে যাবে। এতে অনেকের কেনার সামর্থ্য থাকবে না।