ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুরে আরো এক নারীর মৃত্যু হয়েছে। মাদারীপুরে এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু রোগে মৃত্যুর শিকার নারীর নাম নাদিয়া আক্তার(৪০)। স্বজনরা জানায়, ডেঙ্গু জ্বরের ভাইরাস নিয়ে ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাদিরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কোনো জায়গা না পেয়ে নাদিরাকে সন্ধ্যায় তার স্বজনরা আবারো কালকিনি হাসপাতালে ফেরত নিয়ে আসেন। এক পর্যায়ে চিকিৎসরা তাকে রাতে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন। স্বজনরা রোগীর অবস্থা খারাপ হলে জেলার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১শ' ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন। চট্টগ্রাম নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে একশ' ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এছাড়া, সাতক্ষীরা, জামালপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও নাটোরসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আলাদা ওয়ার্ড ও বিশেষ চিকিৎসা টিম গঠন করে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।






















