ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
শনিবার (৩ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইনে সচেতনতামূলক কাজের উদ্বোধন শেষে তিনি পুলিশ সদস্যদের উপস্থিতিতে সাংবাদিকদের একথা বলেন। পাশাপাশি এডিস মশা নিধনে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের ডিএমপি’র যত ইউনিট আছে সবাই একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছি। আমরা ফগার মেশিন দিয়ে ড্রেনের স্লাব উঠিয়ে ওষুধ দিচ্ছি। মশার ওষুধ আমরা নিজেরা ক্রয় করেছি।
তিনি আরও বলেন, লার্ভা ২৪ ঘণ্টার বেশি থাকে না। আমরা যদি এখনই ওষুধ দিয়ে লার্ভা নষ্ট করে দিতে পারি তবে আর এডিস মশা হবে না। এরমধ্যেই গাড়ির সব টায়ার-টিউব পরিষ্কার করা হচ্ছে।




















