ডেস্ক রিপোর্ট।।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি-এয়ারপোর্ট থানা) ইয়াহিয়া আল মামুনসহ বাংলাদেশ পুলিশের ৫৮ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, মোহাম্মদ রেজা সারোয়ার, মো. সোলায়মান মিয়া, জমির উদ্দিন আহমেদ, হারুন-অর-রশিদ, বেগম ইয়াসমিন সাইকা পাশা, বেগম রওশন আরা রব, মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, মো. সাইফুল ইসলাম, মো. সাইদুর রহমান, মো. কায়সার রিজভী কোরায়শী, মো. সামসুজ্জামান, থান্দার খায়রুল হাসান, মো. শামীম কুদ্দুস ভুঁইয়া, বেগম মুর্শিদ জাহান, মোহাম্মদ হোসেন, এস এ খালেক, কাজী শোয়ায়েব হোসেন, চৌধুরী তারিকুল আলম, মো. তানভীর হোসেন, আব্দুল করিম, আবু লাইচ মো. ইলিয়াস জিকু, মো. আশিকুর রহমান খান, বেগম ফারজানা ইমরোজ, ইমরান রহমান, সোহরাওয়ার্দী হোসেন, বেগম সাদিয়া আফরিন, মো. আবু তাহের, মো. শিবলী নোমান, মো. হাফিজুর রহমান, শাহাদত হুসেন রাসেল, পংকজ বড়ূয়া, মনিরুল ইসলাম, সুমন কান্তি চৌধুরী, আশরাফ উল্লাহ, মো. আফসার উদ্দিন খান, মো. আবু আশরাফ সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, শেখ মো. রাসেল, ইয়াহিয়া আল মামুন, বেগম রীমা সুলতানা, মো. মাহমুদ হাসান, মো. রাকিব হাসান, মকবুল হাসান, মীর আবিদুর রহমান, মিশু বিশ্বাস, বেগম শামসুন্নাহার, মো. ইকবাল হোসেন, নাঈম-উল-আলম, মো. আতিকুর রহমান, মাহমুদুল হাসান, কল্লোল কুমার দত্ত, ইসরাত জাহান, মো. আশিকুর রহমান, ফারিয়া আফরোজ ও মো. হাফিজুর রহমান।
তারা পুলিশ সদর দফতর, ডিএমপি সদর দফতর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশন-পিবিআইসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় এয়ারপোর্ট থানার সিনিয়র সহকারী কমিশনার ইয়াহিয়া আল মামুনকে এসএমপির (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইয়াহিয়া আল মামুন ৩৩ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।



















