ডেঙ্গুর ভয়াবহ ছোবলে গেলো আরো দুটি প্রাণ। গর্ভের সন্তানের আর দেখা হলো না পৃথিবীর আলো।
রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির, ফ্যাশন ডিজাইনিং বিভাগের ১২১ নাম্বার ব্যাচের মেধাবী শিক্ষার্থী মালিহা মাহফুজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার( ২ আগস্ট) না ফেরার দেশে চলে গেলেন।
মালিহা ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা। নতুন অতিথি আসার অপেক্ষায় ছিলো পুরো পরিবার। হটাৎ ডেঙ্গুর ভয়াল ছোবল কেড়ে নিলো পৃথিবীর আলো না দেখা শিশু ও তার মায়ের।
আজকের কাগজ// ইমরানুর রহমান



















