জাতীয় ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৩

৭তলা থেকে আকুতি ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান’ 

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। 

আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টে রয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, রাত ১০টা ৪০ মিনিটের সাত থেকে আটজন লোক ভবনটির সাত তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন থেকে বাঁচতে তারা আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।

তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালাতে পারছেন না।

সরেজমিনে আরও দেখা যায়, ভবনের তিনটি ফ্লোরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।