জাতীয় ১১ অক্টোবর, ২০১৯ ০১:০৬

ক্যাসিনোকাণ্ডে বড়সড় অভিযানে দুদক!

ডেস্ক রিপোর্ট।।

ক্যাসিনোকাণ্ডে এবার মাঠে নামতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে ২০ জনের একটি তালিকা ধরে কাজ শুরু করেছে তারা। সঠিক অনুসন্ধানের স্বার্থে ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

বুধবার (৯ অক্টোবর) র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা আবু হেনা মোহা. রাজী হাসানের সঙ্গেও বৈঠক করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা আবু হেনা মোহা. রাজী হাসানের সঙ্গে নিজ দফতরে ইকবাল মাহমুদ এ বৈঠকে বসেন।

দুদকের সহকারী পরিচাল্ক ইকবাল মাহমুদ একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান, অনুসন্ধানের খাতিরে নামগুলো এখনই বলা যাচ্ছে না। এ তালিকায় কোনো মন্ত্রী বা সংসদ সদস্য আছেন কি-না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো কিছুই অনুসন্ধান না হওয়া পর্যন্ত বলা যাবে না।