জাতীয় ২৯ অক্টোবর, ২০২৩ ০২:০৬

'পরিবারে ওয়াশ ব্যয় আয়ের ৪.৩ শতাংশ'  

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস-২০২০ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 
আর এই অনুষ্ঠানে সফল করেছে বিবিএস। 

আজ (রোববার) (২৯ অক্টোবর) এক সম্মেলন অনুষ্ঠানে বলা হয়, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি বা হাইজিন এই তিনটির সমন্বয় হয়—ওয়াশ। একজন মানুষকে সুস্থ থাকতে দিন দিন এই খরচগুলো বাড়ছেই। এতে বলা হয়, গড়ে একটি পরিবারের খরচ হচ্ছে ১১ হাজার ৫৭৪ টাকা। যা ওই পরিবারের মোট আয়ের ৪.৩ শতাংশ।

২০২০ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়াশ প্রতিবেদনে দেখা গেছে, বছরে একজন মানুষের পানি স্যানিটেশন ও হাইজিনে খরচ হচ্ছে ৩৪৯১ টাকা। এছাড়া বছরে জিডিপির ২.১৮ শতাংশ।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনসহ সংশ্লিষ্টরা।

২০২০ সালে বাংলাদেশের জন্য মাথাপিছু ওয়াশ ব্যয় ছিল ৩৪৯১টাকা, যেখানে ঢাকার জনগোষ্ঠী সবচেয়ে বেশি খরচ করেছে জনপ্রতি ৪,২৯৫ টাকা‌ এরপরে চট্টগ্রাম ৩ ৯৯১ টাকা।

জানা গেছে, ২০২০ সালে মোট ওয়াশ ব্যয়ের প্রায় ১৬ শতাংশ কেন্দ্রীয় এবং আঞ্চলিক বা স্থানীয় সরকারের তহবিল দ্বারা অর্থায়ন করা হয়েছে।সরকারের মোট ৯ হাজার ৬৫০ কোটি টাকার মধ্যে, কেন্দ্ৰীয়সরকার ৮ হাজার ৩০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ১ হাজার ৩৫০ কোটি টাকা যোগান দেয়।২০২০ সালে, ওয়াশ-সম্পর্কিত প্রকল্পগুলোতে দ্বিপাক্ষিক সংস্থাগুলোর সরাসরি ব্যয় ছিল ১৩০ কোটি টাকা।

উল্লেখ্য, ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস হলো একটি স্বীকৃত পদ্ধতি, যা জাতীয় পর্যায়ে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যাবিধি (ওয়াশ) সম্পর্কিত সরকারি এবং বেসরকারি ব্যয় ট্র্যাকিং করতে ব্যবহৃত হয়ে থাকে। এর উদ্দেশ্য হলো, ওয়াশ পরিষেবাগুলোতে করা বিনিয়োগ ও খরচের একটি বিস্তৃত চিত্র তুলে ধরা এবং এসব পরিষেবা উন্নয়নের জন্য তথ্যপ্রমাণ-ভিত্তিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ তথ্যগুলো ব্যবহার করা। ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টের মাধ্যমে সংগৃহীত তথ্য সরকার এবং অন্যান্য অংশীজনদের বিনিয়োগের ব্যবধান চিহ্নিতকরণ, অগ্রাধিকারভিত্তিক ব্যয়খাত নির্ধারণ এবং টেকসই ওয়াশ পরিষেবা নিশ্চিত করতে কার্যকরভাবে এবং দক্ষতার সঙ্গে সম্পদ বরাদ্দ নিশ্চিতে সহায়তা করতে পারে।

ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস প্রকাশনায় দেখা যায়, একজন মানুষের বছরে স্বাস্থ্য বিধি বা হাইজিনে খরচ হয় ২০৯৩ টাকা, পানির পেছনে খরচ হয় ৫০০ টাকা এবং স্যানিটেশনে খরচ হয় ৮৯৮ টাকা। যা খুবই বেশি। মোট ওয়াশ খরচের প্রায় ৬০ শতাংশ স্বাস্থ্যবিধিতে, ২৬ শতাংশ স্যানিটেশনে ব্যয় হয়। মোট ওয়াশ খরচের ১৪ শতাংশ ব্যয় হয় পানির জন্য।

প্রকাশনায় দেখা যায়, বছরে গড়ে প্রতিটি পরিবার পানি বাবদ ১৫০২ টাকা, স্যানিটেশন বাবদ ১৯৮৫ টাকা এবং স্বাস্থ্যবিধি বাবদ ৮০৮৭ টাকা খরচ করে। পরিবার প্রতি ওয়াশ বাবদ গড় খরচ ১১ হাজার ৫৭৪ টাকা। যা তাদের বার্ষিক পরিবারিক আয়ের ৪.৩ শতাংশ। 

আয়ের পরিমাণ অনুসারে পারিবারিক ওয়াশ ব্যয়ের বিভাজন থেকে দেখা যায়, শহরাঞ্চল ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই দরিদ্র এবং দরিদ্রতম আয়ের পরিবারসমূহ তাদের আয়ের বড় অংশ ওয়াশে ব্যয় করে।

আমাদের কাগজ/এমটি