রাস্তাঘাট বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি পিটার হাসের: মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকার রাস্তাঘাট বন্ধ রাখা না রাখা সংক্রান্ত কোন আলাপই হয়নি বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের মুখপাত্র জানান, আজ ২২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ এবং হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হঠাৎ বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে বৈঠকে বসেন তারা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কি না, তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছি। তারা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে, তাহলে আমাদের কিছু বলার নেই।’
এর প্রেক্ষিতেই মার্কিন দূতাবাস এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আমাদেরকাগজ/এইচএম