জাতীয় ৮ অক্টোবর, ২০১৯ ০৮:৪০

আবরার হত্যা : ১১ খুনিকে আদালতে হাজির (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দশ আসামীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। দুপুরে তাদের আদালত প্রাঙ্গণে হাজির করে গোয়েন্দা পুলিশ। 

তাদের ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর আদালতে তোলার কথা রয়েছে।

আদালত সূত্র জানায়, আসামীদের প্রত্যেকে দশ দিন করে রিমান্ড চাওয়া হবে। বেলা তিনটার দিকে রিমান্ড শুনানী হওয়ার কথা রয়েছে। আসামীরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহসভাপতি মুহতাসিম ফুয়াদ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন সহ দশজন।

এর আগে সোমবার সন্ধ্যায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ রাজধানীর চকবাজার থানায় ১৯জনকে আসামী করে একটি এ মামলা করেন।