জাতীয় ২ আগস্ট, ২০১৯ ০৬:১৯

ডিএসসিসি'র ১১টি ওয়ার্ড এখনও ডেঙ্গুমুক্তঃ সাঈদ খোকন 

ডেস্ক রিপোর্ট ।। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন দাবি করে বলেছেন, ডিএসসিসি'র ১১টি ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা এখনও ডেঙ্গুমুক্ত। 

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় বৃহস্পতিবার (১ আগস্ট) এ দাবি করেন তিনি। ওই সভায় দুই সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলো বাদ দিলে পূর্বের যে ৫৭টি ওয়ার্ড ছিল সেই ৫৭টি ওয়ার্ডের ১১টি ওয়ার্ডকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হয়েছে। সেগুলো হলো হাজারীবাগ-ঝিগাতলা এলাকার ১৪ নম্বর ওয়ার্ড, নীলক্ষেত-ঢাকা কলেজ এলাকার ১৮ নম্বর, গণকটুলী-হাজারীবাগ এলাকার ২২ নম্বর ওয়ার্ড, লালবাগ-নবাবগঞ্জের ২৩ নম্বর ওয়ার্ড, ইসলামবাগের ২৯ নম্বর ওয়ার্ড, বংশাল-ইংলিশ রোডের ৩২ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীবাজারের ৪২ নম্বর ওয়ার্ড, পূর্ব জুরাইনের ৫৩ নম্বর ওয়ার্ড ও কামরাঙ্গীরচর এলাকার ৫৫ ও ৫৬ নম্বর নম্বর ওয়ার্ড- এ ১১টি ওয়ার্ড আপাতত ডেঙ্গুমুক্ত হিসেবে দেখতে পাচ্ছি’ বলে জানিয়েছেন, সাঈদ খোকন।

তিনি আরও জানান, ‘গত ১৭ থেকে ২৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এ সব ওয়ার্ডগুলোর ওপর জরিপ চালিয়ে এ তথ্য নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অবহিত করেছে।’