জাতীয় ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০০

রাজধানীতে ব্যাপক বৃষ্টিতে জলাবদ্ধতা, ডুবে গেছে অনেক সড়ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কয়েকঘন্টা টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই থেমে থেমে শুরু হয় বৃষ্টি। এরপর সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর অধিকাংশ এলাকায় সন্ধ্যা থেকে শুরু হয় ভারি বর্ষণ। টানা প্রায় ৩-৪ ঘণ্টার বর্ষণে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, মধুবাগ, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকাসহ অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

এদিকে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, মগবাজার, মালিবাগসহ বেশ কিছু এলাকার সড়কও বৃষ্টিতে তলিয়ে গেছে।


এদিকে টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরা মানুষজন। লম্বা সময় ধরে একই স্থানে আটকে আছে অসংখ্য যানবাহন।

বাংলাদেশের খেলা দেখতে ঢাকায় আসা কুমিল্লা বিশ্ববিদ্যালিয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান রাব্বি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে এসেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যায়। এদিকে মাঠ থেকে বের হয়ে দেখি রাস্তায় হাটু সমান পানি। বাসায় ফেরার অবস্থাও নাই। রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।’

আরেক পথচারী মহির মারুফ বলেন, ‘অফিস শেষে বাসায় ফিরব। বাইরে এসে দেখি বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। একই জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছি। কখন বাসায় যেতে পারব জানিনা। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না।’

এদিকে ভারি বর্ষণে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাংলামোটর এলাকার শ্রমিকরা বলেন, ‘দিনের বেলা যানজটের কারণে রাতে গাড়ি থেকে মাল লোড-আনলোড করা হয়। কিন্ত যে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হয় বৃষ্টি আজ থামবে না। আজকে আর কোনো কাজ করা যাবে বলে মনে হচ্ছে না।’

ঘরমুখো মানুষরা জানান, বৃষ্টি হলে সেটা ভালো। গরম অনেক কমে। তবে টানা এ বৃষ্টির কারণে এখন ভোগান্তি বেশি হচ্ছে।

আমাদেরকাগজ/এইচএম