ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর কাকরাইলে অবস্থিত যুবলীগের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিনের সদ্য সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অফিস থেকে ১৯ বোতল বিদেশী মদ, ১১৩০ পিস ইয়াবা, নগদ দুই লাখ টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে ক্যাঙ্গারুর চামড়া, টর্চার সেলে নির্যাতন চালানোর উপকরনসহ ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।

মহাখালীতে সম্রাটের দ্বিতীয় স্ত্রীর বাসভবনেও অভিযান চালিয়েছে র্যাব। সর্বশেষ তথ্যমতে, শান্তিনিকেতনের বাসায় এখনো অভিযান চলছে। সম্রাটের সহযোগী আরমানের বাড়িতেও র্যাবের অভিযান চলছে।
এই দিকে বন্য প্রাণী সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত সম্রাটের ৬ মাসের কারাদন্ড দিয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্রাটকে এ বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।






















