নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ও তার প্রতিষ্ঠান এস আলম গ্রুপ প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করলে মিলার বলেন, ‘আমি আগেও বলেছি, আমরা নিষেধাজ্ঞা আরোপের আগে কিছুই বলি না। সাধারণত দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। আমরা অন্যান্য পথও বেছে নিতে পারি। যেমন-কারও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে, সহযোগী দেশকে তথ্য নিয়ৈ সহায়তা করতে পারি যেন তারা ব্যবস্থা নিতে পারে। আমরা বাংলাদেশকে আহ্বান জানাই যেন তারা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে দুর্নীতির অপরাধীদের খুঁজে বের করে ও ব্যবস্থা নেয়।’
এর ঠিক আগেই এক প্রশ্নে পুনরায় ম্যাথু মিলারকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, ‘আমরা অনেকবার স্পষ্ট করে বলেছি যে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কথোপকথনে এটি পরিষ্কার করেছি। আমাদের এই নীতি অব্যাহত থাকবে।’
আমাদেরকাগজ/এইচএম






















