জাতীয় ৮ আগস্ট, ২০২৩ ০৮:৩৫

ডিএমপির্র দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

 বদলি দুজনই যুগ্ম কমিশনার পদমর্যাদার।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুনকে যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে বদলি করা হয়েছে। তিনি যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীনকে যুগ্ম কমিশনারের (পিওএম) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আমাদেরকাগজ/এইচএম