নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই। এ কারণে ক্যামেরা ব্যবহারে কমিশন বাধ্য নয়।
এর আগে, সকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর চিন্তা করছে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সময়ে ব্যালটে অনুষ্ঠিত ভোটগুলোর নির্বাচনি সামগ্রী সকালে পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি।
আমাদেরকাগজ/এচিএম