জাতীয় ২১ জুলাই, ২০২৩ ০২:৩১

‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ভাওতাবাজি করছেন দুই মেয়র’

আমাদের কাগজ রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম দায়িত্বহীন আচরণ করছেন। ডেঙ্গু প্রতিরোধের নামে জনগণের সঙ্গে ভাওতাবাজি করছেন তারা। শুক্রবার (২১ জুলাই) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপি নেতারা। 

সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্তমান দুই নগরপিতার ভূমিকার সমালোচনা করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপির সাবেক দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন। 

তাবিথ আউয়াল বলেন, মশা নিধনের নামে দুই মেয়র তামাশা করছে। তারা শহরের লেকে হাস ছাড়ছে, মাছ ছাড়ছে, ব্যাঙ্গ ছাড়ছে। অথচ যেখানে মশার প্রজনন হয় সেসব জায়গায় অভিযান চালাচ্ছে না। এই ধরণের দায়িত্বহীন আচরণ কোনোভাবেই কাম্য নয়। 

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে রক্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। ব্লাড ব্যাংক তৈরি করা হবে যাতে আক্রান্তরা সহায়তা নিতে পারে। রক্ত সহজে পাওয়ার জন্য একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে। জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানো হবে। 

তাবিথ আউয়াল বলেন, এডিস মশার লার্ভা তৈরি হওয়ার জায়গা হলো সরকারি অফিস। সেসব সরকারি স্থাপনা চিহ্নিত করে জনগণকে নিয়ে সেগুলোতে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হবে। রাজধানীতে জলাবদ্ধতা দূর করতে যে ওয়ার্ডে সমস্যা পাওয়া যাবে সেখানে সবাইকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে। 

তিনি বলেন, দুর্নীতি ও অদক্ষতা চলমান থাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। ডেঙ্গু প্রতিরোধে যেসব উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল তা সিটি কর্পোরেশন নিতে ব্যর্থ হয়েছে। সরকারি অফিসে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান চালানোর বদলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। এই পরিস্থিতি চলমান থাকলে আগামীতে ঢাকার পরিণতি ভয়াবহ হবে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে। 

নিজেদের ব্যর্থতা ও স্বাস্থ্যখাতে দুর্নীতি আড়াল করতে ডেঙ্গু প্রতিরোধে সরকার লোকদেখানো অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেন তাবিথ। তিনি বলেন, দায়িত্ব এড়ানোর প্রবণতা থেকে সরে আসতে হবে। 

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ঢাকার দুই সিটির মেয়রের ব্যর্থতায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। জনগণের কাছে জবাবদিহিতার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডেঙ্গু প্রতিরোধের নামে দুই মেয়র ভাওতাবাজি করছেন। সিটি মেয়রকে বলা হয় নগরপিতা। তারা নগরপিতার যে গুরুত্ব সেটি উপলব্ধি করতে ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ দাবি করেন তিনি। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর  উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

 

আমাদের কাগজ/টিআর