আমাদের কাগজ রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সম্পূরক হিসেবে তার দেশ নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে উজরা জেয়া এ কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীকে জেয়া বলেন, "আমরা কোন দলের প্রতি পক্ষপাতী নই, আমরা একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাই তার অঙ্গীকার।
তিনি বলেন, "আমরা সব সময়ই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে এসেছি, আর ইতিমধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছি।"
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছে।
"আমরা সবসময় জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্য লড়ে এসেছি", বলেন তিনি।
গত মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর পর আন্ডার সেক্রেটারি জেয়া টুইট বার্তায় বলেন, "বাংলাদেশে আসতে পেরে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।"
বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় কাটান তিনি।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারকে এগিয়ে নিতে, শরণার্থী ও মানবিক ত্রাণকে সমর্থন করতে, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে, সশস্ত্র সংঘাত রোধ করতে এবং মানবপাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।
আমাদের কাগজ/টিআর
- বঙ্গাব্দ, ২৫ অক্টোবর ২০২৫ ইং, শনিবার
প্রধানমন্ত্রী: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাই তার অঙ্গীকার, উজরা জেয়া: মার্কিন ভিসা নীতি সরকারের অঙ্গীকারের সম্পূরক
আরো খবর
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
২৫ অক্টোবর, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ
২৪ অক্টোবর, ২০২৫
মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ অক্টোবর, ২০২৫
ভোটের দায়িত্বে ইসলামী ব্যাংকের কাউকে না দেওয়ার প্রস্তাব বিএনপির
২৩ অক্টোবর, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন
২৩ অক্টোবর, ২০২৫
সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতে ১২ দফা নির্দেশনা জারি
২৩ অক্টোবর, ২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















