নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন।
এ সময় দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এর আগে সকাল ১০টায় আরেক অনুষ্ঠানে গাজীপুর, খুলনা ও বরিশালের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ পাঠ করেন।
গত ২১ জুন রাজশাহী ও সিলেটের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপিসহ আরও কয়েকটি দলের ভোট বর্জনের মধ্যে দুই সিটিতেই মেয়র পদে অনেকটা সহজেই জয় পান নৌকার প্রার্থীরা।
রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আর সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন আওয়ামী লীগের নেতা। তিনি দেশে এসে মনোনয়ন পেয়ে প্রথমেই সিলেটের নগরপিতা হয়ে বাজিমাত করলেন।






















