জাতীয় ২৬ জুন, ২০২৩ ১২:২৮

ঈদযাত্রায় যে নির্দেশনা দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। সে উপলক্ষ্যে সাধারণ মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ২৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- হাটে ট্রাক থেকে গরু নামানোর এবং বিক্রির সময় সংশ্লিষ্ট সড়ক-মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট যেন ব্যহত না হয়।  নৌপথে ট্রলারের মাধ্যমে রাজধানীতে আসা কুরবানির পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে সে বিষয়ে যথাযথ নজরদারি রাখা। গরুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্য যাতায়াতের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। যত্রতত্র যেন কুরবানির পশুর হাট না বসে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সঠিক থাকে তা নিশ্চিত করা। পশুবাহী গাড়িগুলো অবশ্যই সিটি করপোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভেতর লোড-আনলোড করতে হবে। গরুর হাটকেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, হাট ইজারাদার, পরিবহণ মালিক, শ্রমিক নেতাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা।

ডিএমপির নির্দেশনায় আরও আছে- টার্মিনাল ও পশুর হাটকেন্দ্রিক সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা। টার্মিনালকেন্দ্রিক যাত্রী ওঠানামা টার্মিনালের ভেতর থেকেই করতে হবে। যাত্রী পরিবহণ ও পশুবহনকারী গাড়ির চলাচল সুশৃঙ্খল করার জন্য ঢাকা মহানগরীর প্রবেশ-বাহির সড়কে সমন্বয়ের মাধ্যমে পরিবহণ চালনা করা।  ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে। আন্তঃজেলা পরিবহণের যাত্রী বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করা।

পুলিশ সদস্যদের এগুলো বাস্তবায়নে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। যেকোনো প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের ০১৭১১-০০০৯৯০ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।


আমাদেরকাগজ/এইচএম