জাতীয় ১৬ জুন, ২০২৩ ১০:২১

সরকার এতটা দুর্বল নয় যে বিএনপি চাইলেই ফেলে দেবে : প্রধানমন্ত্রী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার এতটা দুর্বল নয় যে বিএনপি চাইলেই ফেলে দেবে। ১০ ডিসেম্বরও তাদের ব্যাপক তোলপাড় দেখলাম। এত দুর্বল অবস্থায় আসি নাই যে ফেলে দেবে। জনগণই আমাদের শক্তি। তিনি বলেন, জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সময় মতো হবে। জনগণ ভোটের মালিক যাকে খুশি তাকে দেবে। জনগণের ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, নিজেদের অপকর্মের জন্য ভোট পাবে না জেনে বিএনপি নির্বাচন থেকে পিছটান দিতে ছুতা খুঁজছে। তারা তো ভোট ডাকাতের দল, ভোট ডাকাতি ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না।

তিনি বলেন, যে দলের নেতা খুন, লুটপাট, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা। নিজেদের দুর্বলতা ঢাকতে তারা এখন অপপ্রচার চালাচ্ছে।

সরকারপ্রধান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশটা পাল্টে গেছে। দেশের উন্নতি হয়েছে, বিশ্বে বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। কিন্তু ওই ভোট চোর, স্বাধীনতা বিরোধী ও খুনিদের ক্ষমতায় এনে বাংলাদেশের মাথা অন্যের কাছে নত হতে দেবো না।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে মর্যাদা আজকে পেয়েছে এই মর্যাদা নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র মুক্ত, উন্নত-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা গড়ে তুলবো।

আমাদেরকাগজ/এমটি