নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আরো দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে আমরা এখনই শিডিউল লোডশেডিংয়ে যাচ্ছি না। কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।
রবিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই এ অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। আমরা আশা করবো আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসার। কারণ আমাদের কয়লার জোগান দিতে হচ্ছে, তেলের জোগান দিতে হচ্ছে, গ্যাসের জোগান দিতে হচ্ছে। আবার শিল্পে গ্যাস দিতে হচ্ছে। সব পরিস্থিতি একসঙ্গে এসেছে।
বিদ্যৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়েছে। এ কারনে স্বাভাবিক ভাবেই বিদ্যুতের চাহিদাও বেড়েছে। পাওয়ার প্লান্টে যে পরিমাণ বিদ্যুৎ মজুত ছিলো সেটা দিয়েই আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত ছিলাম। পরিস্থিতি সামাল দিতে আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করছি। কিন্তু সার্বিকভাবে আমাদের অনেক কিছুই দেখতে হয়।
আমাদেরকাগজ/এইচএম



















