আমাদের কাগজ রিপোর্ট: রাজধানীর বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এআর টাওয়ারের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর এক ঘণ্টার চেষ্টায় ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে সংস্থাটি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি আরও বলেন, ভবনটির পঞ্চম তলায় একটি ডিজাইন ও ইন্টেরিয়র নামে একটি ফার্নিচার অফিসে আগুন লেগেছিল। পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত কাজ করায় ভবনটির অন্য কোনও তলায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
এই অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুন থেকে এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল, সন্ধ্যা, রাত ভোর—কোনও না কোনও সময় প্রায় প্রতিদিনই এমন অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।
আমাদের কাগজ/টিআর






















