জাতীয় ২৪ মার্চ, ২০২৩ ০২:১২

এবার গণভবনে ইফতারের আয়োজন নেই 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবছর প্রধানমন্ত্রী রমজান মাসে গণভবনে এতিম, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে ইফতার পার্টির আয়োজন করে থাকেন। তবে এবার একটু ভিন্ন চিত্রে দেখা মিলবে। ব্যক্তিগতভাবে ও খুব সাদামাটা ভাবে ইফতার করবেন তিনি।

সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনও ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

তিনি আরও জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছতাসাধন করবেন।

 আমাদের কাগজ/এমটি