নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে বাংলাদেশে আমরা গবেষণা করি, আমাদের এডুকেশনে পৃথিবীর ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশকে খোঁজে পাওয়া যায় না। এটা খুব খারাপ বিষয়, খুব লজ্জা লাগে। কিন্ত কৃষকরা নীতি মতো একটা বিপ্লব ঘটিয়েছে। কৃষিবিদ এবং কৃষকরা নতুন যে আবিষ্কার, উদ্ভাবন করেছেন, বাংলাদেশের অন্য কোনো সেক্টরে এর কোনো তুলনা নেই। আমাদের উন্নয়নের শ্রেষ্ঠ গল্পের নাম কৃষি উন্নয়ন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাদের আগ্রহ তো থাকবে না। বি চৌধুরী এখনো বেঁচে আছে। কিভাবে নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী বাধ্য হয়েছিল রেললাইন ধরে পালিয়ে যেতে। বি চৌধুরীর মতো লোককেও তাদের সহ্য হয় না। আর ইয়াজ উদ্দিন তো ইয়েস উদ্দিন, পরবর্তী অধ্যায়। এখন নতুন গল্প জন্ম দিচ্ছে। শান্তি সমাবেশের নামে বিএনপিকে নাকি বাধা দেওয়া হচ্ছে।আপনার এই সিটিতে যারা বাস করেন বলেন, বিএনপির সমাবেশ করেছে আমরা অনেক দূরে করেছি। এই শহরে কখনো কোনো সংঘাত হয়েছে? সংঘাত শুরু করেছে তারা। সিরাজগঞ্জে আমাদের ১৮টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা।
কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ড মুহাম্মদ শহীদুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ মোঃ খাইরুল আলম প্রিন্স।
আমাদেরকাগজ/এইচএম




















