জাতীয় ১৭ জানুয়ারি, ২০২৩ ০৫:৪২

ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আমাদের কাগজ রিপোর্ট: জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে ওই বৈঠকে অংশ নেবেন তিনি।

বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এবছর জি-২০ প্রেসিডেন্ট হচ্ছে ভারত এবং আগামী সেপ্টেম্বরে দিল্লিতে শীর্ষ সম্মেলন হবে। মোট ৯টি অসদস্য দেশ অতিথি হিসেবে অংশ নেবে এতে। অঞ্চল থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জি-২০ উপলক্ষে ভারতে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বৈঠক হবে এবং এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়াবলীসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা হবে।

 

 

আমাদের কাগজ/টিআর