জাতীয় ৪ জানুয়ারি, ২০২৩ ১১:১৯

গাইবান্ধা উপনির্বাচন, প্রচণ্ড শীতে ভোটার উপস্থিতি কম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় আজ (৪ ডিসেম্বর) বুধবার। নিরুত্তাপ এ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গত রাত ১২টায়। তবে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা। উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে মোতায়েন থাকছে ম্যাজিট্রেটসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

জানা যায়, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বাতিল হওয়া উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

তবে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। ফলে দীর্ঘ লাইন ছাড়াই ভোট দেওয়া যাচ্ছে। কিছু কেন্দ্র ফাঁকাও দেখা গেছে।

তবে কেন্দ্রে আসা ভোটাররা প্রত্যাশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে মনোনীত করবেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেন, ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন। তিনি আশাবাদী জনগণ তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন।

 

সকালে তার নিজ কেন্দ্র সাঘাটা উপজেলার ফলিয়া দিগর দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে সাঘাটা উপজেলার আজহার আলী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙল প্রতীকের এএইচএম গোলাম শহীদ রঞ্জু বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইভিএমে ভোট প্রদানে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা জানা যায়নি।

তবে ভোটারের উপস্থিতি কম থাকায় অধিকাংশ বুথে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অলস সময় পার করতে দেখা গেছে। অনেকে বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া একটু স্বাভাবিক হলে ভোটারদের উপস্থিতি বাড়বে।


আমাদের কাগজ/এম টি