জাতীয় ২৯ ডিসেম্বর, ২০২২ ০৭:২০

সন্তান নিয়ে পালানোর চেষ্টায় জাপানি মায়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশ অমান্য করে শিশুকে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মায়ের বিরুদ্ধে মামলা করেছেন বাবা ইমরান শরীফ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ইমরান শরীফ ।

মামলায় আসামি করা হয়েছে জাপানি নারী এরিকো ও তার সহযোগী নাসরিন নাহারকে।

আমাদেরকাগজ/এইচএম