ঠাকুরগাঁও প্রতিনিধি: রংপুরে জাতীয় পার্টির শক্ত অবস্থানে থাকায় নৌকার পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও-র লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযোদ্ধা গ্যালারির উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে হেরে যাবে।
জঙ্গি ডাকাতির ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছে। আমরা তদন্ত করছি, পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রাক্তন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস বাড়িতে কয়েকদিন ধরে লুকিয়ে ছিল জঙ্গিরা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে পুলিশ। আমরা তার কাছ থেকে আরও তথ্য পাওয়ার আশা করছি।
লোকায়ণ জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে তিনি বলেন, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা শহীদ হওয়া স্থানের মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।
আমাদেরকাগজ/এইচএম






















