জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৯

‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ’ 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণ বসাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।কাদের বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিদেশিরা কেনো এ ব্যাপারে কথা বলেন। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো।

সামনে কঠিন চ্যালেঞ্জের কথা উল্লেখ্য করে তিনি বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনা যদি আবারও ঘটে তাহলে সরকার কঠোর অবস্থানে থাকবে। দলের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে। কাদের বলেন, কেউ যদি বিশৃঙ্খলা, আগুন-সন্ত্রাস ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে তাহলে এর জবাব শান্তিপূর্ণভাবে দেওয়া যাবে না। পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা সেটা মোকাবিলা করবো।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন ওবায়দুল কাদের।

আমাদের কাগজ/এম টি