জাতীয় ২১ ডিসেম্বর, ২০২২ ০৩:২০

জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান: প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেশের অগ্রগতি-অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে যায়। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান। 

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল থেকে উন্নত দেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। ই-গভর্ন্যান্স, ই-এডুকেশন অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এভাবেই আমরা পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি।

সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা বলেন সরকার কিছু করেনি তাদের কাছে জানতে চাই ১০০ সেতু একদিনে উদ্বোধন, ১০০ সড়ক একদিনে উদ্বোধন; এগুলো অতীতে কেউ করতে পেরেছে, পারেনি। পারে আওয়ামী লীগই। এটাই প্রামণিত সত্য। বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ওই অর্থপাচারকারী, অগ্নিসন্ত্রাসকারী, গ্রেনেড হামলা করে মানুষ হত্যাকারী, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থেকে ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের কাছে হাত পাতা; এই ধরনের মানসিকতার কেউ যেন এদেশে...। 

 

তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এদেশের কোনো উন্নতি চায় না। সে কথা সবাইকে স্মরণ রাখতে হবে।

তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে সড়ক ব্যবহারের নিয়ম-কানুনে শেখানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ পথচারী, যাত্রী এবং ড্রাইভার ও হেলপার যদি সড়ক ব্যবহারের নিয়ম জানে এবং যথাযথভাবে মানে তাহলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।


আমাদের কাগজ/এম টি